স্বাধীনতা
- সৌমেন সেন


আমার দেশের ছেলেরা কাঁদছে অল্প মূল্যের
চাকরির তরে,
আর রাজনৈতিক দলের নেতারা দেবদেবীর মন্দির গড়ে।
কারখানা সব বন্ধ এখন নেইতো কোথাও কাজ 
ছাত্র ছাত্রী যুবক যুবতীরা কোথায় যাবে আজ ।
নেতারা,মন্দির যে গড়ে দিলেন সেখানে কী যুবসমাজ করবে ভিক্ষে,
নাকি তাকে ঘিরে দেওয়া হবে কারিগরি শিক্ষে।
কারিগরি শিক্ষে দিয়েও হচ্ছে কী লাভ
বড়ো বড়ো ইন্জিনিয়ার হচ্ছে চাকরি থেকে বাদ।
জিনিস পত্রের দাম বাড়ছে
ভুগছে গরীব জন
পুঁজিবাদীদের বাড়ছে মান ধন।
সরকারি সব দপ্তর গুলো যাচ্ছে বেসরকারির হাতে
ভারত স্বাধীন করেছিলাম কি তাই আমরা এক সাথে।
আগে অত্যাচার করতো ইংরেজ জমিদার গন
এখন তা করে পুঁজিবাদী আপন জন।
নেতা নেত্রী র্সার্থন্নেশী নীজের পকেট বোঝে
জনগন তখনই স্বাধীনতা খোঁজে।
জাতে জাতে বিভেদ লাগিয়ে করছে দন্দ্ব
আমরা রূখে দাঁড়ালে সবই হবে বন্দ।
সরকারি বিদ্যালয় ও কলেজে লাগছে বিশাল টাকা
আমরা গরিবরা কী করবো বলুন কাকা।