টান
মানসী রায়
মানসী রায়
যাঃ, বাসটা বেরিয়ে গেল। লাবনী পরের বাসের
অপেক্ষায়। কি বিরক্তি।আকাশটাও মেঘলা হয়ে আসছে, যা ভাবনা ঠিক তাই। ঝমঝমিয়ে বৃষ্টি। পাশে এক ভদ্রলোক,বেচারী,ছাতা নেই। লাবনী ভাবলো, কেউ তো
এগিয়ে আসছেনা। বললো, 'আসুন আমার ছাতার তলায় আসুন।' ' না না ইটস ওকে।' ' আমি কিছু মনে করবোনা, আপনি ভিজছেন, আমার খারাপ লাগছে।' অগত্যা ভদ্রলোক লাবনীর ছাতার তলায়। পাশ
থেকে আদিখ্যেতা
শব্দটি ভেসে এলো। বাস আসছে।
বড্ড ভিড়, ভদ্রলোক লাবনীকে বাসে উঠতে সাহায্য
করলো। নিজে উঠলেননা।বাস থেকে নেমে তড়িঘড়ি করে রিসেপশান সিটে লাবনী বসে পড়লো। আজ
পেশেন্ট এর বড্ড চাপ। কাজ সেরে ফিরতে ফিরতে সন্ধ্যে হয়ে গেলো। রাতে ঘুমোতে যাবার
সময় আদিখ্যেতা শব্দটা কানে লাগছিলো। পরের দিন, লাবনী চেঁচাচ্ছে, তাড়াতাড়ি
ভাতটা দাও না মা,
না খেয়েই চলে যাব
কিন্ত।কোনোক্রমে মুখে গুজে ব্যাগ নিয়ে দৌড়। নন্দিনীদেবী চেঁচাচ্ছে, ওরে ছাতাটা নিয়ে যা।আজ বৃষ্টি হবে না
...মা। রিসেপশানে বসে সহকর্মী দের আডডা-রাজনীতি থেকে শুরু করে পরকীয়া, সব একঘেঁয়ে যত কথা।ফেরার পথে রিতুদির
সাথে জমিয়ে ফুচকা খেয়ে মনটা
একেবারে চাঙ্গা হয়ে গেলো লাবনীর। রিতুদি বরের অফিস এর গাড়িতে উঠে গেলো। হঠাৎ আকাশ
টা মেঘলা হয়ে গেলো। মায়ের কথা শুনতে হয়। বৃষ্টি শুরু হলো, জ্বর অবধারিত। এমন সময় মাথার উপর
ছাতা, 'ম্যাডাম্, উপকার করলে উপকার পাওয়া যায়।' ' ও আপনি, থ্যাংকস্।ম্যাডাম্ বলতে
হবেনা আমি লাবনী বসু।' ' বেশ, রনদীপ সেন।' লাবনীর প্রশ্ন, 'এখানে কোথায়?' ' সিন্ডিকেট ব্যাংক এ আছি। ' 'আমি পাশেই লাইফ কেয়ার এ।' তারপর মাঝে মাঝেই স্টপেজে দেখা, কথাবার্তায় বেশ সচ্ছল রনদীপ সেন।
দৃষ্টিভঙ্গি ও মেলে। ভালোই চলছিলো লাবনীর ব্যস্ত জীবন। কিন্তু আজকাল লাবনীর যেন কি
একটা অস্বস্তি হচ্ছে, রাতে
ঘুমের সময় রনদীপ সেন ,নামটা
মনে মনে অজান্তে ই উচ্চারিত হচ্ছে। আয়নার সামনে নিজেকে প্রশ্ন, আর ইউ ইন লাভ? ঠাকুর এর কাছে মিনতি, আজ যেন মিঃ সেন এর সাথে দেখা হয়।সত্যি
ই তাই। রনদীপ ও যেন লাবনী কে খুঁজছিল। খুশিতে লাবনীর যে কি ভালো লাগছিলো। 'একটা কথা ছিল। লাবনী, ইনভিটেশান কার্ড। সামনের বুধবার আমার
বিয়ে, সপরিবারে নিমন্ত্রণ। আসবেন কিন্ত
প্লিজ্।' লাবনীর চোখের কোনটা জ্বালা জ্বালা করে
উঠলো।'কনগ্র্যাটস্ মিঃ সেন।' সেদিন রাতে লাবনীর প্রথম ভালোবাসা
ছারখার হয়ে গেলো। কষ্ট করে আবার জীবনে নিজেকে ব্যস্ত রাখার প্রচেষ্টা।
বছর তিনেক পর। নেক্সট প্লিজ্। ডঃ পাল এর কাছে অ্যাপয়েন্টমেন্ট। 'নেম প্লিজ্।' ' সুদীপা সেন।' ' হাজব্যান্ড্স নেম প্লিজ।' ' লেট্ রনদীপ সেন।' লাবনী সুদীপার দিকে তাকিয়ে। সুদীপার তিন মাসের প্রেগন্যান্সি। 'ইট ওয়াজ্ অ্যান অ্যাকসিডেন্ট। রন আপনার কথা আমাকে বলেছে, আপনি চেষ্টা করেও চোখের জলটা ওর কাছে লুকোতে পারেননি। 'এরপর প্রায় ই সুদীপার ফ্ল্যাট এ যেত লাবনী। কখন যেন দুজনে বন্ধু হয়ে গেলো। আগামীকাল সুদীপার ডেলিভারী। ওটি তে কিছু একটা সমস্যা চলছে। লাবনীর করুন কাকুতি মিনতি ঠাকুর এর কাছে, সবকিছু ঠিক করে দাও। ছোট্ট রন কে বঁচানোর প্রচেষ্টা দুই নারীর।ডক্টর বেরিয়ে বললো ল্যাক অফ্ ও নেগেটিভ ব্লাড। লাবনীর যে ও নেগেটিভ। তত্খনাত্ ব্যবস্হা। সুদীপা ও লাবনীর মাঝে ছোট্ট রন, কি তার চিত্কার। ভালোবাসার টানে বোধহয় সব কিছু ঠিক হয়ে যায়।
বছর তিনেক পর। নেক্সট প্লিজ্। ডঃ পাল এর কাছে অ্যাপয়েন্টমেন্ট। 'নেম প্লিজ্।' ' সুদীপা সেন।' ' হাজব্যান্ড্স নেম প্লিজ।' ' লেট্ রনদীপ সেন।' লাবনী সুদীপার দিকে তাকিয়ে। সুদীপার তিন মাসের প্রেগন্যান্সি। 'ইট ওয়াজ্ অ্যান অ্যাকসিডেন্ট। রন আপনার কথা আমাকে বলেছে, আপনি চেষ্টা করেও চোখের জলটা ওর কাছে লুকোতে পারেননি। 'এরপর প্রায় ই সুদীপার ফ্ল্যাট এ যেত লাবনী। কখন যেন দুজনে বন্ধু হয়ে গেলো। আগামীকাল সুদীপার ডেলিভারী। ওটি তে কিছু একটা সমস্যা চলছে। লাবনীর করুন কাকুতি মিনতি ঠাকুর এর কাছে, সবকিছু ঠিক করে দাও। ছোট্ট রন কে বঁচানোর প্রচেষ্টা দুই নারীর।ডক্টর বেরিয়ে বললো ল্যাক অফ্ ও নেগেটিভ ব্লাড। লাবনীর যে ও নেগেটিভ। তত্খনাত্ ব্যবস্হা। সুদীপা ও লাবনীর মাঝে ছোট্ট রন, কি তার চিত্কার। ভালোবাসার টানে বোধহয় সব কিছু ঠিক হয়ে যায়।

0 মন্তব্যসমূহ