যা হারিয়েছি
অরিত্র দাশ
অরিত্র দাশ
সময়টা তো বড্ড দামী
নষ্ট করা চলে না
দিয়েছে যেন পিছনে চাবি
দম ফেললেও হবে না।
নষ্ট করা চলে না
দিয়েছে যেন পিছনে চাবি
দম ফেললেও হবে না।
সকালেতে উঠে বাজার
যেন ভারবাহী গাধা
ঠিক দশটায় না পৌঁছলে
বস কাটবে মাথা।
যেন ভারবাহী গাধা
ঠিক দশটায় না পৌঁছলে
বস কাটবে মাথা।
সন্ধ্যায় ফিরে শুরু অঙ্ক
ছেলেটা যে কাঁচা
ফেলের ভয়ে সদা শঙ্ক
ঘুমটা হয়না পাকা।
ছেলেটা যে কাঁচা
ফেলের ভয়ে সদা শঙ্ক
ঘুমটা হয়না পাকা।
রবিবারটা আরও দামী
বসে থাকলে চলে না
জমানো কাজ করি খালি
দিবাঘুমটাও হয় না।
বসে থাকলে চলে না
জমানো কাজ করি খালি
দিবাঘুমটাও হয় না।
বসের কপালে খুব জোর
হঠাৎ পদোন্নতি
ঝোপ বুঝে মারলাম কোপ
নিলেম হাফ ছুটি।
হঠাৎ পদোন্নতি
ঝোপ বুঝে মারলাম কোপ
নিলেম হাফ ছুটি।
অনেকদিন পরে বাড়ি
ফিরছি বিকেলবেলা
মাঠে সব ভিড় করেছে
শুরু হবে খেলা।
ফিরছি বিকেলবেলা
মাঠে সব ভিড় করেছে
শুরু হবে খেলা।
ব্যাটার জোরে হুক শট
যেই শর্ট ফেলা
ফ্ল্যাশব্যাকে তক্ষনাৎ
হারানো ছেলেবেলা।
যেই শর্ট ফেলা
ফ্ল্যাশব্যাকে তক্ষনাৎ
হারানো ছেলেবেলা।
0 মন্তব্যসমূহ