পুজোর - মজা,
    অলোক কুমার প্রামাণিক,
       *****************
পুজো মানেই, শিউলি ফুল
পুজো মানে ছুটি,
সাদা মেঘের নীল আকাশে 
খুশির লুটোপুটি। 

পুজো মানেই, শালুক পদ্ম 
পুজো মানে খাওয়া,
নতুন নতুন জামা জুতো 
অনেক কিছু পাওয়া। 

পুজো মানেই, শরত হাওয়া 
পুজো মানে ভ্রমণ
পাহাড় কিংবা সমুদ্র তট 
সপরিবারে গমন। 

পুজো মানেই, জমিয়ে আড্ডা
পুজো মানে মজা
বন্ধু থেকে আপন জন 
সবাই কেই খোঁজা। 

পুজো মানেই, ঢাকের বোল 
পুজো মানে কাঁশি
মেতে ওঠাএক সাথে 
আট থেকে আশি।।।