*পড়ে কি মনে* 
~~মঙ্গল মিদ্যা

পড়ে আছে লেনিন পড়ে আছে মার্কবাদ।
পড়ছে মনে তোদেরকে খুব আজ।।

মনে পড়ে কী তোর সেইসব কথা।
ভোরবেলা উঠে সাইকেল নিয়ে ছোটা।।

ভীড় বাসে উঠে ধাক্কা ধাক্কি খাওয়া।
তারপরে ভাড়া নিয়ে বিবাদে  যাওয়া।।

মনে কী পড়ে তোর সেইসব কথা।।

রোদ- বৃষ্টি পেরিয়ে পনের মিনিট হাঁটা।
তিন তলায় দাঁড়িয়ে ছোটোদের পার্থনা দেখা।।

দাদু sir-এর জন্য সবাই অপেক্ষা করা।
গল্পের ছলে পড়া আর অনেককিছু শেখা।।

পড়ে কী মনে তোর সেইসব কথা।।