জগজ্জননী মাতা
                          
অমিত পাল
হে জগজ্জননী, তুমি মোর দাত্রী মাতা,
                        
তুমি মোর বিধাতা৷
হে জগজ্জননী, আছ কোথায় আজ তুমি?
সর্বত্র খুঁজে পেলাম না তোমায় আমি৷
যদি তোমায় পেতাম আমি খুঁজে,
বলতাম দুটি মনের কথা বুঝে৷
এই জগৎ এক নির্মম পরিহাস,
মোর জীবনে মেলেনা কোন অবকাশ৷
আজ সব কিছু উলোট-পালট করে যদি হও শান্ত,
ইহলোক বাসী সব ভুলে গিয়ে তোমায় যদি মানত৷
আজ আসত যদি একটা শান্তির ছায়া,
মানুষের কাটত লোভ ও লালসার মায়া৷