ঘুম........ ///বিদ্যুৎ রাজগুরু
ছায়া ছায়া ঘুম
দুপুর নিঝুম
দখিণ দুয়ার
তবু হাহাকার৷
ঝোড়ো হাওয়ায়
খুলে যায় ভেজানো কপাট
নিভে গেলে আগুন
পড়ে থাকে শুধু
চিতার আধ পোড়া কাঠ৷
বিদ্যুৎ বিদীর্ণ বুকে ভয়ঙ্কর লাল
মুখর মিছিলে সূর্য-সকাল৷
অভিমানে নদী ঘুমায়
শীত ঘুমে পাহাড়
আলোর ফোটন কণায়
ক্লোরোফিলে পাতার বাহার৷
ছায়া ছায়া ঘুম
দুপুর নিঝুম
দখিণ দুয়ার
তবু হাহাকার৷
ঝোড়ো হাওয়ায়
খুলে যায় ভেজানো কপাট
নিভে গেলে আগুন
পড়ে থাকে শুধু
চিতার আধ পোড়া কাঠ৷
বিদ্যুৎ বিদীর্ণ বুকে ভয়ঙ্কর লাল
মুখর মিছিলে সূর্য-সকাল৷
অভিমানে নদী ঘুমায়
শীত ঘুমে পাহাড়
আলোর ফোটন কণায়
ক্লোরোফিলে পাতার বাহার৷
0 মন্তব্যসমূহ