অনুসন্ধান
চিরঞ্জীব হালদার
অনুসন্ধান ছাড়াই যে কোন প্রেম সংঘটিত হতে পারে
এ সম্পর্কে নাগচম্পাকে জিজ্ঞেস করুন।
গভীর রাতে কেন এক দেহপসারিনী
অলৌকিক সানকিতে কার জন্য খাবার ঢেকে রাখে।
এ প্রশ্ন বিন্দু মাসীকে জিজ্ঞেস করুন।
শেষ বাস ছেড়ে যাবার পর এক প্রৌঢ় কেন
শাল্মলী বৃক্ষের নিচে প্রাণায়ম সেরে নেয়
এর উত্তর কোন অভিধানে পাব।
বিশ্ববিদ্যালয়ের নন্দিনীটা একদিন জানবুঝকর দোপাট্টা হারিয়ে বলেছিল
দেখিস তোর পর্নকুটীরে একদিন
মুনিয়ার চিঠি আসবে।
প্রতি ভোরে আপ্রকাশিত পান্ডুলিপি থেকে
ঝাঁক ঝাঁক মুনিয়া বান্ধবীর উড়ান টের পাই।