ছায়াযুদ্ধ ।
Tapan kanti mukherjee
পঁচিশ বছর আগে এক রাতে অন্ধকারের কুসুম - আলোয় যখন ছাদে বৃষ্টিতে ভিজছিলে নিরাবরণ হয়ে , ঠিক তখনই আমার কিশোরী শরীর কথা বলতে শুরু করে সেই প্রথমবার । বদলে যায় চরাচর । কান্না- ঘাম - রক্তের চৌকাঠ পেরিয়ে শান্ত হয়েছিলাম অবশেষে । তারপর কতোদিন শরীর - মোচড়ানো বলয় পার হতে হতে হেঁটে গেছি গোপন স্বপ্নের দেশে - যেখানে অপেক্ষমান একটা ঘর , তুলসীতলা আর একটা দরাজ বুক। 
স্বপ্নগুলো এখনও গিঁট দিয়ে বাঁধা আছে আঁচলে, পূরণ হয়নি একটাও । এখন চন্দ্রভূক বৃষ্টিরাতে 
কিংবা চন্দ্রপ্লাবিত ভরা জ্যোৎস্নায় বাতাসে ছড়িয়ে দিই এক একটা স্বপ্ন । আমার রাত্রির আকাশে তাই এখন আর তারা নেই , আছে 
হলুদ হলুদ স্বপ্ন নিজেদের ছায়ার সঙ্গে যুদ্ধ করে করে ।