ভালোবাসার অগ্রগতি
ভালোবাসা দেয় শুধু একগুচ্ছ স্মৃতি,
যেগুলো হয় জনসমাজের মূখ্য বিবৃতি।
মেঘলা আকাশ কালো হয়ে নামে যেমন বৃষ্টি,
ভালোবাসা হয়েছে আজকের সমাজে এক
অনাসৃস্টি।
বর্তমান সমাজে ভালোবাসা হয়েছে শুধু
মাত্র খেলনা,
কিন্তু যে সত্যি ভালোবাসে সে তার
মূল্য পাইনা।
ভালো মন্দ কুকথা আর নিন্দিত নিন্দুক,
প্রেমিকের কপালে যেন নিশানের বন্ধুক।
তবু এগিয়ে গেলে নিশ্চয় জয় হবে তার,
সেই আশা এখন যুব সমাজের নেই আর।
হওয়া বদলের দিন এসেছে আজ,
মনটাকে শক্ত করে করে যাও নিজ কাজ।
দেখবে আসবেই একটা উজ্জ্বল লাল সকাল,
একদিন শেষ হয়ে যাবে সব লাঞ্ছনার কাল।
বহু যুগ ধরে দেখেছে বহু নরনারী,সত-সতী,
এভাবেই এগিয়ে চলে ভালোবাসার অগ্রগতি।
-------- ।
0 মন্তব্যসমূহ