কলেজ করিডরের প্রান্তে
খগপতি বন্দ‍্যোপাধ‍্যায়
কলেজ করিডরের প্রান্তে
গল্পে কথায় মেতে থেকেছি
তুমি আমি একান্তে
গলে গেছে ফুটন্ত সময়
বলা হয়নি সেদিন--
জীবনের একুশতম বসন্তে।

কথা হয়েছে অনেক
চোখে চোখ, হাতে হাত রেখে
হয়নি আসল কথাটাই --
আজ জীবনের উপান্তে
সাহারায় --
তোমার প্রিয়তমকে লেখা
শেষ চিঠিখানি হাতে ।