প্রকৃতি পাঠ
বঙ্কিম কুমার বর্মন
গাছের নাম শিখে আমার প্রকৃতি পাঠ
আর এখন গাছেদের ভাষা জেনে মস্ত শিকারী
কিছুটা মুহূর্ত আগুন জ্বেলে কেটে যায়
আর বাকিটা অনায়াসে ... এভাবেই চলতে থাকে
দিন গুণতে গুণতে কখন যে ভুল হয়ে বিকেল,
বিকেল গড়িয়ে সন্ধ্যা ...
তবুও,এখন ঘরে ফেরার পালা
এই তো চোখে মুখে স্পষ্ট দীনতার ছাপ
ঘোর অন্ধকার লাগে এখন প্রকৃতি পাঠ |