প্রিয়শিক্ষক
          
শেখফরিদ

জীবনেমানুষদেখারপাশেও
কেহ দেখেছো কি ফেরেশস্তা?
আমিদেখেছিসৃষ্টিকর্তার
নিজহাতেগড়াকিছুমানুষ,
যারামানুষেরকাতারেঅথচ
তাদের মনে নেই অহংকারের লেশ।
আমিআমারশিক্ষাগুরুর
কথা বলছি...
ভেসেযাইস্মৃতিরউল্লাসে
তোমার পুরনো ক্লাসে।
তোমার  মুখেরহাসিতেযাদুছিল
তোমার স্পর্শে মায়ের মমতা ছিল।
সদাতোমারনীতিতেতুমিঅটলছিলে
তুমি শ্রদ্ধা আর ভালবাসার উৎস ছিলে।
তোমারমতোশিক্ষাগুরুযেপায়জীবনে
কি আর দরকার তাঁর এ ভুবনে।