আমার জেলার গ্রাম্য ঘ্রাণ
                     বি ম ল        ম ণ্ড ল

আলো আর আলো
সহস্র আলোয় নেমে আসে
আমার জেলার নতুন প্রাণ
আকণ্ঠ  আবেশ ভরা মুগ্ধতা 
লুকিয়ে -চুকিয়ে গ্রাম্য ঘ্রাণ নেয় 
ফুল,ধান খেত,সবুজরং আর আমার গ্রাম্য মা

সমস্ত রক্তে এক নতুন অনুভূতি আসে
মৃদুল বাতাসে আমার জেলার গায়ে এসে বসে
কত না রঙের প্রজাপতি
সারা শরীরে তার খুশি ঢালে

মায়াময়  আহ্বানে নদীগান, কাদামাটির সোঁদা গন্ধ 
তৃপ্তিমাখা আনন্দস্নান
আমার জেলার গ্রাম্য ঘ্রাণে
বাউলগানে পাগলপ্রায়

সেই নতুন এক জন্ম আমাকে
আমার জেলার ধুলোমাখা গ্রামে
ঘ্রাণ নিতে শেখায়
অনন্য আড়ম্বরে।