**********ক্ষতচিহ্ন************
-জিৎ পাত্র
পশ্চিমাংশে অরুণাভ দিগন্ত
গ্রামী
নিঝুম পথ প্রান্তে একা আমি।
শিয়ালের ডাক, নিঃশব্দ অরণ্য ভূমি
বৃক্ষাদি বেয়ে নামে সরীসৃপ।
শাল মহুয়ার গন্ধে ভেসে আসে
মাতালী আবেশ।
নূপুরশিঞ্জিত ধ্বনি মনমোহিত
ঝঙ্কৃতসুর
অপর প্রান্তে লন্ঠনের মৃদু আলো।
অপেক্ষারত প্রিয়জন ভালোবাসার
আবেশে
দীর্ঘতর বিচ্ছেদ, আনন্দের অশ্রুনীর আখি।
বিকট শব্দে নিঃশব্দ অরণ্য থেমে
গেল যাত্রা
সামনে অতীতের পুরনো ক্ষত।
বুঝলাম স্বপ্নঘোরের আচ্ছন্নতা
করেছে গ্রাস
মায়াবী আলো আবারো নতুন প্রভাত।
স্বপ্নালু অতীতে যারা আসে কেন
ফিরে যায়
ভবিষ্যতের আঙিনায় ফিরে তো
আসেনা!

0 মন্তব্যসমূহ