গুরু বচন
সুরজিৎ বন্দ্যোপাধ্যায়।
বলেন গুরু যোগেই
নাকি,
আরোগ্য হবে রোগ
ঘষলে নখ টাকেতে চুল
কমবে তো র্দূভোগ।
কপালভাতি করলে পরেই,
সুফল মিলবে শ্বাসে
হৃদের যন্ত্র থাকবে সচল,
লাফিং ক্লাবে হেসে।
খাচ্ছি ভেজাল দিবা রাত্র,
উপায় কিছুই নাই
ঠিক করেছি গুরুর বচন
মানবো আমি তাই।
0 মন্তব্যসমূহ