আলোর রোশনাই
শর্মিষ্ঠা ভৌমিক
রোশনাই ! রোশনাই !!
মনে পড়ে সেই প্রদীপের আলো !!
নিজে হয় ঘর্মাক্ত ,তবু দেয় জগতকে আলো !!
জ্বালাও সবে মনের আলো , দূর করো যত অন্ধকার !!
সত্যের পথে চলতে এত কষ্ট ??
মিথ্যা দিয়ে গড়া যায় দুদিনের সাম্রাজ্য !!
চল সবে...
ধরি হাতে হাত ;
করি শপথ -- আলোর দিশা আনব, মানুষকে ভালবাসব !
দীপাবলি থাকুক সারাজীবন ॥
রোশনাই হোক সবার জীবন ॥
ঈশ্বর আছেন তোমার সাথে ...
যদি স্বপ্ন দেখ মানুষকে ভালবেসে !!

0 মন্তব্যসমূহ