মেটামরফসিস
 জয়ন্ত দত্ত

##########

বসে আছি ,সেই কৰে থেকে ---
শহর বদলাচ্ছে দ্রুত
অলিগলি-রাজপথ-দোকান -বাজার
বদলে গেল নিমেষে!

কোথায় চলেছি জানিনা কেউ
মুখ চাওয়া -চাওই করে যাই শুধু

রাস্তার দুপাশে গাছপালা,রংচটা ঘরবাড়ি
পলেস্তারা খসা শহরবাসী --নীরব সবাই

কেউ কিছু বলছি না,টুঁ শব্দটিও করছি না
কিছু কি ভাবছো?
কী! জানতে পারি কি??