হিমালয়
অরিত্র দাশ
আমি একবার গিয়েছিলাম হিমালয়।
মাথা উঁচু করে দাড়িয়ে থাকা মহাকাল
আমার অকিঞ্চিৎকর বর্তমানকে নিয়ে
অট্টহাস্যে ফেটে পড়েছিল।
আমি একবার গিয়েছিলাম হিমালয়।
বিশালতাকে দিয়ে উদারতা মেপেছিলাম
আমার হৃৎপিন্ডকে ভাগাড়ের এক
মরা পশুর কলজে মনে হয়েছিল।
আমি একবার গিয়েছিলাম হিমালয়।
উচ্চতা দিয়ে সরলতা মেপেছিলাম
আমার ভিতরে রহস্যময় গোলকধাঁধা
পরিষ্কার করে দেখতে পেয়েছিলাম।
আমি একবার গিয়েছিলাম হিমালয়।
সজীবতা কোনায় কোনায় পড়েছিল
মনে হয়েছিল ধুঁকতে থাকা
নির্জীব,মৃতপ্রায় পদার্থ আমি।
আমি একবার গিয়েছিলাম হিমালয়।
বৈচিত্র্যের ডালি সাজিয়ে বসেছিল
মনে হল একঘেয়েমির কান্নাটা
সমতলেই ছেড়ে এসেছি আমি।
আমি একবার গিয়েছিলাম হিমালয়।
ঈশ্বর তুষারমুকুট পরে বসেছিল
নশ্বররা সকলে তাঁর পাদপ্রান্তে
নিজেদের সর্বতো উৎসর্গ করছিল।
আমি একবার গিয়েছিলাম হিমালয়।
আমার অহংটা গুটি গুটি পায়ে
খাদে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল
কেউ তাকে ঠেলে দেয় নি।