কবিতার ক্যানভাসে
       উৎপলকুমার ধারা
কতো পাখি ওই পাখা মেলে ওড়ে
সূর্য রঙ জানি ছুঁতে চায়
কতো হাসি খুসি হুল্লোড়পুরে
ইচ্ছেকে আঁকে আঁকার খাতায় !
ডানা মেলে ওই উড়ো মেঘগুলো
যতো রঙ নিয়ে সূর্যের থেকে
খেলার ছেলেরা যেথা মাখে ধুলো
দেয় সেইখান কতো ছবি এঁকে!
রঙের বাতাস যেই ছাড়া পায়
নদীনালা পথ ফেলে মাঠঘাট
হুল্লড়পুরে ঠিক ছুটে যায়
রঙে ভরে ওঠে হুল্লোড় হাট !
উদাসী বাউল মন যেই বলে
সবগুলো রঙ ঠিকমতো করে
পৌঁছে দিলে ছোটদের দলে
কবিতায় আঁকা ক্যানভাস ভরে ...
ঠিক তখনই তো হাসিখুশি মজা
মাখবে ছোটরা ছন্দের ঢেউ
খুলে যাবে যতো বন্ধ দরজা
ঘরেতে বন্দি থাকবেনা কেউ!!