আয় বৃষ্টি ফিরে
বটু কৃষ্ণ হাল দার
ওরে বন্ধু আমার জীবন সাথী আয়না
ফিরে ঘরে
তুই যে মোর বৃষ্টি রানী রাঙা
মাটির পরে"
মুখখানি তোরলুকিয়েছিসহলকিসের
অভিমান?
তুই না এলে তুলবে চাষী গোলায়পেlড়া ধান"
একে একে যাচ্ছে ফিরে যাদের আয়ু
ছিল অল্প
খাপরার চাল শূন্য হচ্ছে শুনে যা
সেই গল্প "
জলের তরে রান্না হয়নি শুকিয়েছে
সন্তানের মুখ
মায়ের অশ্রুধারায় গ্লাসভরেনি
শূন্য মায়ের বুক "
কদমতলে অভিমানী রাধা দেয়নি দেখা
কালা
মনের কথা কইবে কাকে বর্ষা জুড়া
মনেরজ্বালা"
পথের পথিক যায়নি হাটে ফিরেগেছে
অভিমানে
উষ্ণ বায়ুর দাপটে ক্লান্ত
শান্তির আভাসদে প্রাণে"
পাহাড়ের তল হতে খেলছিস লুকোচুরি
খেলা
মাঠ ঘাট ভরিয়ে দে তুই ভাসবে
রঙিন ভেলা "
0 মন্তব্যসমূহ