বৃষ্টির ছড়া

 তামীম আহমদ সাদী 

আকাশ জুড়ে মেঘ করেছে
বৃষ্টি নামবে ধরায়,
চৈত্র মাসের কাঠফাটা রোদ
ধান জ্বলেছে খরায়।।
নামবে এবার ধুলির ধরায়
অঝোর ধারে বৃষ্টি,
রিমঝিমা ঝিম শব্দ করে
মহান প্রভুর সৃষ্টি।।
পায়ে দিয়ে সোনার নূপুর
পড়বে টাপুর টুপুর,
মৃত জমিন সতেজ হবে
ঝরবে সকাল দুপুর।।
নদী-নালা খাল ভরবে
মাছ ধরবে জেলে,
ছেলেরা সব নাইতে নেমে
মজার খেলা খেলে।।
নাওয়া শেষে ফিরবে তারা
ছাতা মাথায় দিয়ে,
মেঘের কোলে রোদ হাসিবে
ব্যাঙাব্যাঙির বিয়ে।।