"জানি ভুলে যাবে"
সুজিত কুমার পাল
****************************
কতকগুলো অপ্রত্যাশিত ভাবনা-
শিশিরের মুক্তা ছড়িয়ে দেয় মন
বাগিচায় ।
শরীরময় ছড়িয়ে দেয় অদ্ভুত
অনুভূতি ।
ঝিকিমিকি সোনা রোদে ইচ্ছেরা
মেদুর হয়ে ওঠে ।
হাত বাড়িয়ে থাকি উষ্ণ আলিঙ্গনের
জন্য ।
অন্ধ পতঙ্গের মতো ছুটে যাই
তোমার বুকে ।
ইচ্ছে করে তোমার শরীরে অঙ্কুরিত
হতে ।
তুমি গুছিয়ে নাও নিজেকে সোনার
খাঁচায় ।।
হতাশার অন্ধকারে হারিয়ে যাই।
হেরে গিয়েও বাঁচতে চাই তোমার
বুকের অলিন্দে।
জানি আলিঙ্গনে ধন্য হবে না তপ্ত হৃদয়,
জানি আমার বেদনায় বৃষ্টির মতো
ঝরবে না স্বপ্নের চুম্বন,
জানি ইচ্ছারা পাবে না বাস্তবের
পাটাতন।
যন্ত্রণার পর যন্ত্রণা চোখ
মেলেছে জীবনের খেয়া ঘাটে ।
স্বপ্ন গুলো আজও স্বপ্নের দেশে,
মাটির পৃথিবী থেকে তারা অনেক
দূরে ।
ভালো লাগা ভাবনা গুলো মাটিতেই
পড়ে থাকে অযত্নে।
বাস্তবের লাল চোখ সে গুলোকে
মুছে দিতে চায়।
শব্দের মিছিলে তোমাকে খুঁজে নিই
নিজের মতো করে ।
কিছুতেই সমঝোতা হয় না কঠিনের
সঙ্গে ।
ভাবনার অপমৃত্যু শেষে......
কঙ্কাল পড়ে থাকে অবাঞ্ছিত কফিনে।
তবু শিউলি ঝরা সকালের শুভেচ্ছাটা-
শুধু তোমার জন্য।

0 মন্তব্যসমূহ