একদিন
আমিও ছিলাম
---------------------------------------
তৌফিকুল ইসলাম চৌধুরী
-----------------------------------------
:
:
একটা লোক খোঁজে, খুন্তি - কোদাল হাতে নিরন্তর , /
কাঠ ঠোকরা ঠোঁঠে নাচে প্রত্ন- নগর , /
একটা ধূলিঝড়ে অতপর অবশেষে/
চোখের সীমানায়, দূরবীনে কাছে আরো কাছে।/
নীলকণ্ঠী হাওয়ায় প্রত্ন-নগর জুড়ে চিরায়ত শ্বাস--/
একদিন আমিও ছিলাম এই শহরে।/
:
উয়ারী- বটেশ্বরের প্রাচীন পুরাতনী ফসিলে/
আজো সাজানো সেই সংসার, নিকানো উঠোন/,
শস্যভারে ন্যুয়ে পড়া সোনা -ধানের গোলা ,/
দিনশেষে কূপির আলোয় সুরেলা পুঁথি ,/
পুরানো খামে কৃষাণীর নৈঃশব্দের গান ,/
পরিব্রাজক সেলুলয়েডে লুঠোপুটি খায় পুরাতনী সুখ।/
-----------------------------------------------------------------
:
---------------------------------------
তৌফিকুল ইসলাম চৌধুরী
-----------------------------------------
:
:
একটা লোক খোঁজে, খুন্তি - কোদাল হাতে নিরন্তর , /
কাঠ ঠোকরা ঠোঁঠে নাচে প্রত্ন- নগর , /
একটা ধূলিঝড়ে অতপর অবশেষে/
চোখের সীমানায়, দূরবীনে কাছে আরো কাছে।/
নীলকণ্ঠী হাওয়ায় প্রত্ন-নগর জুড়ে চিরায়ত শ্বাস--/
একদিন আমিও ছিলাম এই শহরে।/
:
উয়ারী- বটেশ্বরের প্রাচীন পুরাতনী ফসিলে/
আজো সাজানো সেই সংসার, নিকানো উঠোন/,
শস্যভারে ন্যুয়ে পড়া সোনা -ধানের গোলা ,/
দিনশেষে কূপির আলোয় সুরেলা পুঁথি ,/
পুরানো খামে কৃষাণীর নৈঃশব্দের গান ,/
পরিব্রাজক সেলুলয়েডে লুঠোপুটি খায় পুরাতনী সুখ।/
-----------------------------------------------------------------
:
0 মন্তব্যসমূহ