(অনুগল্প)
--ধনঞ্জয় দত্ত
"কী নাম তোমার,খোকা?"
ছোট্ট মিষ্টি বছর তিন-চার বয়সের ছেলেটাকে
যখন একথা জিজ্ঞাসা করলাম এক মুখ হেসে,
লাজুক মুখে ছেলেটা, বলবো কি বলবো না করতে করতে বলেই ফেলল--শ্রী থেকে পদবী সব এক এক করে সুন্দর ভাবে।
ছেলেটাকে একটু কোলে তুলে নিয়ে আদর করে আবার তার বাবার কোলে ফিরিয়ে দিয়ে যখন ফিরে আসছি দেখলাম একটা লোক হঠাৎ মোটর বাইকটা স্লো করলো আমার কাছে এসে ।হেলমেটের কাঁচটা তুলে জানতে চাইল,-"মশাই আপনার নামটা কী?"
কপালটা একটু কুঁচকে উঠল,হয়তো শিবঠাকুরেরর মতো তিনটা ভাঁজ কিংবা ওয়াইফাই নেটওয়ার্কের চিহ্নের মতো হয়ে গেলো কপালটা।একটু থেমে,গম্ভীর ভাবে বললাম-'হরিদাস পাল।'নামটা শুনে লোকটা একটু মৃদু হেসে বললো-- 'আসলে দাদা আমি পঞ্চানন পালকে খুঁজছি।বিবরন অনুযায়ী আপনি অনেকটা ওনার মতোই দেখতে।'
বাড়িতে এসে খেয়ে দেয়ে বিশ্রাম করছি হঠাৎ মনে পড়লো ছোট্ট সেই খোকা বলেছিল না তার নাম -শ্রী পঞ্চানন পাল!মোটর বাইকের লোকটা তো পঞ্চানন পালকেই খুঁজছিল।পরক্ষনেই মনে হল, বৃদ্ধ বয়সে 'শ্রী' হারানো, টেঁকো মাথা, ছেঁড়া ছাতা পঞ্চানন পাল তো আসলে হরিদাস পালই।যাদের পাওনাদারের হাত থেকে বাঁচতে এভাবেই বারে বারে হরিদাস হতে হয়।
এটা মনে হতেই একটু চালাকির হাসি হেসে উঠলাম আপন মনে।।
0 মন্তব্যসমূহ