:সিটবেল্ট ও তুমি
--মাসুদ বড়া

স্বচ্ছন্দে বেঁধে ফেলো সিট বেল্ট
রাস্তার গিঁটে গিঁটে চাপা রক্ত
হোঁচট খাওয়ার ভয়।
তোমাকে বিচলিত হতে হবে না,
তবুও বেঁধে ফেলো সিট বেল্ট
যার অভ্যেস ছিল অপারেশন থিয়েটারের
লাল আলোর মুখাপেক্ষী আত্মিক প্রার্থনার মতো।
আজ তার চটা জামায় লেগে আছে
বয়সের উগ্রতা,বাজে ছেলের ব্যাচ।
তোমার সমস্ত দায় ফুরিয়েছে
তুমি বুকের বাম দিকে হাত না রেখেও
নিজেকে মৃত দাবি করতে পারো।
তবুও তুমি বেঁধে ফেলো সিট বেল্ট
রাস্তার বাঁক বেয়ে কবিতায় আঁচড় এড়ানোর জন্য
ওটাই তোমার শেষ সম্বল, "মৃত" শব্দের আয়ু।