#আজও রাজবেশ
মৌসুমী চট্টোপাধ্যায় দাস
কাকাবাবু হঠাৎই একলা
হাঁটা দিল দিকশূণ্যপুরে,
হাজার সন্তু জোজো ভাবে
এভাবে যাবেন তিনি হেরে?
নতুন আলোর কথা ভেবে
যে আকাশ চিরই সুনীল
মনের মানুষ দূরে বলে
মুখ তার বিষাদের ঝিল৷
স্রষ্টা অদর্শনে তাঁর
সৃষ্টিরা অবগুন্ঠিত?
না না না না কালের ডাকাত
করেনি তাদের লুন্ঠিত৷
পাঠকের মন জুড়ে তিনি,
বোদ্ধার চেতনা -আবেশ,
যে আকাশে মেঘ জমে না কো
সুনীলের সেথা রাজবেশ৷
0 মন্তব্যসমূহ