একটু ভালোবাসবে বলে
                    সবিতা বিশ্বাস
              তুমি আমায় একটু ভালোবাসবে বলে
              তোমার জানালার পাশে ফুটে আছি
              ফুটে আছি গোলাপ হয়ে

              আমায় তুমি একটু ভালোবাসবে বলে
              তোমার আঙ্গিনায় ঝরে পড়ছি
              ঝরে পড়ছি ভোরের শিউলি হয়ে

              একটু ভালোবেসে কাছে ডাকবে বলে
              তোমার বাগানে বাসা বেঁধেছি
              বাসা বেঁধেছি মুনিয়া পাখি হয়ে

                ভালোবাসার একটু ছোঁয়া পাব বলে
                ঝরছি আমি বৃষ্টি হয়ে
                তুমি কী ভিজবে না ভালোবাসার এই বৃষ্টিতে ?
                   -------