ভালোছেলে

কাবেরী দেব রায়

 

শীত শীত করো কেন উঠে পড়ো বাছারে

শীতকালে  শীতহবে কি এমন   কথারে ?

ওই দেখো রোদ্দুর পূবে  মাঠ ভরিয়ে

উঁকি মারে আকাশেতে কি  মধুর বাহারে l

হাথে নাও পেস্ট ব্রাশ   দাঁত মাজ ঝটপট

বন্ধুরা এসেগেছে করিতে প্রাতঃভ্রমণ l

জুতো মোজা আলোয়ানে সেজেগুজে চটপট

সবাইকে   বলেদাও সুপ্রভাত ঝট্পট ll

ঘুরে এসে বসে যাও বই নিয়ে পড়তে

তা নাহলে পারবেনা গাড়ি ঘোড়া চড়তে l

মন দিয়ে লেখা পড়া করো যদি এখুনি

বড় হয়ে দেশে দেশে ঘুরবে যে তখুনি l

বড়োদের কথা যারা মন দিয়ে শুনবে

সকলেই তাদেরকে ভালো ছেলে বলবে l

একগ্লাস দুধ খাও গায়ে হবে শক্তি

ছোটদের ভালোবাসো গুরুজনে ভক্তি

জীবনটা বড় ছোট সবকিছু পড়ে রবে

মানুষকে ভালোবাস মানবতা জয়ী হবে |