রাজরোষ
সুকুমার খাঁড়া
আমরা ভয়ে মরি রোজ
আতঙ্কে জেগে উঠি
রাজর রক্তাক্ত নখ দেখে
নিরাপত্তার গর্ত খুঁজি ।
অনেকই রাজমাদুলি পরে
অস্ত্রহাতে ঘোরে
কবিরা প্রতিবাদী শব্দ খুজে
মাথা ঠুকে মরে।
সুবোধ বালকও আছে বিকিয়ে
মাথা রাজপদতলে
উপাধি ও অর্থ মেলে
রাজানুগত হলে।
লাশের রক্ত কলমে ভরে
রাজবন্দনায়
দু'চার লাইন লিখে
মেলে কাব্য বিজ্ঞাপন।
তবুও প্রতিবাদী লোক
সদা গর্জমান
রাজার বিধান আছে
মারো সর্বক্ষণ।
0 মন্তব্যসমূহ