বৈশাখী বিকেল
দেবাশীষ ঘোষ
বৈশাখী বিকেল
কলকলানি থেমে গেছে অবিশ্রান্ত নদীটার।
বালুকার ঘামে যে একটু
পিপাসার্ত পাখিদের ভীড়।
শাখায় হিন্দোল,মেঘেদের উড়ো চলন
বালুকার নরম শ্বাস উন্মুক্ততার স্বাদ।
দু হাত নেড়ে প্রেমিক যুগল কে;
গোপন কথার কিছু চাপা নিঃশ্বাসের,
কিছু আনন্দ পল্লব
বালুকাবেলায় সাক্ষী।
হাত চেপে প্রেমালাপ
ধ্রুব তারায় আঁকা চোখে অপলক,
নুপুরের শব্দে তীর দুইখানি
শান্তিলতায় জড়িয়ে ঘুম।
ছন্দময় জগৎ,
বুকে টিমটিম প্রেমানন্দ
সত্যি জনমের স্বাদ আমার বৈশাখী...।
বৈশাখী বিকেল
কলকলানি থেমে গেছে অবিশ্রান্ত নদীটার।
বালুকার ঘামে যে একটু
পিপাসার্ত পাখিদের ভীড়।
শাখায় হিন্দোল,মেঘেদের উড়ো চলন
বালুকার নরম শ্বাস উন্মুক্ততার স্বাদ।
দু হাত নেড়ে প্রেমিক যুগল কে;
গোপন কথার কিছু চাপা নিঃশ্বাসের,
কিছু আনন্দ পল্লব
বালুকাবেলায় সাক্ষী।
হাত চেপে প্রেমালাপ
ধ্রুব তারায় আঁকা চোখে অপলক,
নুপুরের শব্দে তীর দুইখানি
শান্তিলতায় জড়িয়ে ঘুম।
ছন্দময় জগৎ,
বুকে টিমটিম প্রেমানন্দ
সত্যি জনমের স্বাদ আমার বৈশাখী...।
দেবাশীষ ঘোষ
C/0-দেবেশ সাহা
শিক্ষকপল্লি,গাজল,মালদা
পিন-৭৩২১২৪
মোঃ৯৭৩৫১৮৩৬৮৮
0 মন্তব্যসমূহ