শৈশব
বটু কৃষ্ণ হাল দার

মাঝি ভায়ার নৌকা বাঁধা
তাল তলার ওই ঘাটে
ছেলের দল করছে খেলা
পায়রা তোলির মাঠে

কেউ বা ক্রিকেট, ফুটবলেতে
আপন মজায় মেতে
কেউ বা ছুটছে এদিক ওদিক
লাটাই ঘুড়ি হাতে

ময়না নদীর জলের ধারা 
আপন বেগে বয়
স্রোতের পাশে মাছরাঙা টি
মনের কথা কয়

শোল বোয়াল ট্যাঙরা চিতল
নানান মাছের দল 
আপন আপন কালোরব
দিঘির জলের তল

হেঁসেলেতে মা ভাজছে
কুমড়ো ফুলের বড়া
আনমনা ওই শিশু পড়ে 
সহজ পাঠের পড়া

সবার জীবন শৈশব ধারা 
ভোকাটা ঘুড়ি
ছোট্ট বেলায় মায়ের আদর 
নেইকো তারজুড়ি

জীবন পথের গোলক ধাঁধা
বিচিত্র বৈভব
আজকে কেমন হারিয়েছে
আমাদের শৈশব