ছবি
ভজন দত্ত
------
স্মরনীয় হয়ে থাকবে বলে
যে ছবিটি লটকালে
তাতে স্মৃতির জঙ কি ধরবে না?
#
বাটিক প্রিন্ট পাঞ্জাবী পরা দাড়িওয়ালা
বা ক্লিন সেভড বেকার বা সাকার
নামী বা চড়তি কবি কিংবা
একচুটকি সিঁদুর আড়ালে রেখে
রোজ ফেসবুকে ব্লো হট ছবি চিপকানো কবি
কিংবা ভায়োলেট লিপস্টিক
বা লো কাট ব্লাউজে মাচায় মাচায়
সুগন্ধি ছড়ানো সকল কবি
------
স্মরনীয় হয়ে থাকবে বলে
যে ছবিটি লটকালে
তাতে স্মৃতির জঙ কি ধরবে না?
#
বাটিক প্রিন্ট পাঞ্জাবী পরা দাড়িওয়ালা
বা ক্লিন সেভড বেকার বা সাকার
নামী বা চড়তি কবি কিংবা
একচুটকি সিঁদুর আড়ালে রেখে
রোজ ফেসবুকে ব্লো হট ছবি চিপকানো কবি
কিংবা ভায়োলেট লিপস্টিক
বা লো কাট ব্লাউজে মাচায় মাচায়
সুগন্ধি ছড়ানো সকল কবি
হুকে
আটকানো সব চুম্বক চুমু ছাড়াই
একদিন ঝুলে যাবে রারান্দায়
একদিন ঝুলে যাবে রারান্দায়
বিবর্ণ
হয়ে যাবে সব স্মরণীয় ছবি
হে মাননীয় মাননীয়াগণ
ল্যাম্পপোস্টের হ্যালোজেন ফেটে
একদিন নির্ঘাত আঁধার আসিবে নামি,
ছাই হয়ে পড়ে থাকবে ড্যাসের জীবনীকাব্য
একাকী কুকুর একদিন পথ ভুলে করে যাবে হিসি...
হে মাননীয় মাননীয়াগণ
ল্যাম্পপোস্টের হ্যালোজেন ফেটে
একদিন নির্ঘাত আঁধার আসিবে নামি,
ছাই হয়ে পড়ে থাকবে ড্যাসের জীবনীকাব্য
একাকী কুকুর একদিন পথ ভুলে করে যাবে হিসি...

0 মন্তব্যসমূহ