সবুজ-আয়তক্ষেত্র নীল-ত্রিভুজ আর
লাল-বৃত্তের গল্প
সুশীল হাটুই
সবুজ-আয়তক্ষেত্র থেকে নীল-ত্রিভুজটি
বিচ্ছিন্ন হয়ে গেল। ওরা কেউ ছোট্ট লাল-
বৃত্তটির দায়িত্ব নিল না।
।।
লম্বের নির্দেশে তাকে বোর্ডিংস্কুলে পাঠিয়ে
দেওয়া হবে।
।।
লাল-বৃত্তটি টারজান মিকিমাউসের ছবি
সাদা-বেড়াল অথবা মাউথঅর্গান সঙ্গে
নিতে পারবে না। বক্ররেখা নামে স্কুলে
এ-সব নিষিদ্ধ ।
।।
বৃত্তটি মাউথঅর্গান পকেটে নিয়ে হোস্টেলে
এল।
।।
আজ স্কুলে এসে সে দেখছে, হলদে-ত্রিভুজ
নীল-সরলরেখা 7 9 3 এবং a c y বিসমবাহু
ত্রিভুজের ভয়ে দৌড়চ্ছে।
।।
বৃত্তটি এখন একটা ডাস্টবিনে লুকিয়ে
মাউথঅর্গান বাজাচ্ছে। মাউথঅর্গান
থেকে বেরিয়ে আসছে ধূসর রঙের
আর্তনাদ।
।।
এই আর্তনাদ কি সবুজ-আয়তক্ষেত্র আর
নীল-ত্রিভুজের কাছে পৌঁছবে?
সুশীল হাটুই
0 মন্তব্যসমূহ