কষ্টের রোদ ----আবদুস
সালাম
আশাগুলো আশা হত হলে
জরুরী হয় তার মেরামোত করা
ক্যালেন্ডার পেরিয়ে যায় নিরবিচ্ছিন্ন দহন
পড়ে থাকে বিশ্বাসের আঁসটে গন্ধ
অর্থ সংগমের ফোয়ারায় নাচে আর্তনাদ
বিবেক গড়াগড়ি খায়
কস্টের রোদ শুষে নেয় কল্পতরু
ফুটো চালের ফাঁক দিয়ে নামে বৃষ্টি
পিচ্ছিল অন্ধকারে আছড়ে পড়ে রাতের ঘুম
রাতের কোমর ভাঙে
হাওয়ায় উড়িয়ে দিই বিশ্বাস
প্রকাশ্যে আসে সরিসৃপের অভিযোগ বার্তা
আশাগুলো মিছিল করে.তোলে স্লোগান
ওরা বিশ্বাস করে ফ্লাই ওভারের নীচে
তাদের স্মরণ সভা হবে
আশাগুলো আশা হত হলে
জরুরী হয় তার মেরামোত করা
ক্যালেন্ডার পেরিয়ে যায় নিরবিচ্ছিন্ন দহন
পড়ে থাকে বিশ্বাসের আঁসটে গন্ধ
অর্থ সংগমের ফোয়ারায় নাচে আর্তনাদ
বিবেক গড়াগড়ি খায়
কস্টের রোদ শুষে নেয় কল্পতরু
ফুটো চালের ফাঁক দিয়ে নামে বৃষ্টি
পিচ্ছিল অন্ধকারে আছড়ে পড়ে রাতের ঘুম
রাতের কোমর ভাঙে
হাওয়ায় উড়িয়ে দিই বিশ্বাস
প্রকাশ্যে আসে সরিসৃপের অভিযোগ বার্তা
আশাগুলো মিছিল করে.তোলে স্লোগান
ওরা বিশ্বাস করে ফ্লাই ওভারের নীচে
তাদের স্মরণ সভা হবে
0 মন্তব্যসমূহ