মানুষ কোথায় নামছে রে
শংকর দেবনাথ
মরা পচা ও খুনের-
দিকেই যাদের চোখটা থাকে
মনটা ডোবা লোভের পাঁকে
অভাবে নয়-
স্বভাব তাদের শকুনের।
শংকর দেবনাথ
মরা পচা ও খুনের-
দিকেই যাদের চোখটা থাকে
মনটা ডোবা লোভের পাঁকে
অভাবে নয়-
স্বভাব তাদের শকুনের।
তাড়ায় তাড়ায় নোট এলে-
মরা বিড়াল- কুকুর তো রে
ভাগাড় থেকে জোগাড় করে
মরা বিড়াল- কুকুর তো রে
ভাগাড় থেকে জোগাড় করে
তারাই খাওয়ায়
সব অভিজাত হোটেলে।
সব অভিজাত হোটেলে।
শ্রেষ্ঠ জীবের দাম ছেড়ে-
হারিয়ে বিবেক-রুচি যত
ঝরিয়ে লালা অবিরত
বেশ তো সুখে
মানুষ কোথায় নামছে রে?
হারিয়ে বিবেক-রুচি যত
ঝরিয়ে লালা অবিরত
বেশ তো সুখে
মানুষ কোথায় নামছে রে?
0 মন্তব্যসমূহ