হ্যাপি হোলি,,,,,
টুম্পা মিত্র সরকার,,,,,

এলোরে ফাগুন এলো
পলাশ দু- চোখ মেলো
কৃষ্ণচূড়ায় লালে লাল ৷

কোকিলের কুহু তানে
ফাগুনের বিহু গানে
কাটবে দুখের শতকাল ৷

এমন ফাগুন দিনে
থেকোনা নীরব মনে
মেতে উঠি দোল উৎসবে ৷

প্রাণ ভ'রে রঙ মেখো
মাখলে তবেই দেখ
হৃদয় গাইছে রঙ রবে ৷

বেদনা যতেক ঢেকে
প্রেম দু-চোখে এঁকে
আবেশ ছড়ায় গোলাপ অলি ৷

আজকে খুশির দোল 
বাতাসের হিল্লোল
আবির গুলালে হ্যাপি হোলি ৷