###সব ভাষা হোক শ্রাব্য####
ভাষার জন্য গর্ব করি,
ভাষার অস্ত্রে লড়ি,
যে প্রান্তে যে ভাষাই থাকুক
ওটাই কানাকড়ি৷
'ডোডো' হয়ে না যেন যায়,
না যায় যেন ভেসে,
বর্ণমালা হারিয়ে চোখের
জল না ফেলি শেষে!
মন-সমুদ্রে আবেগ যখন
লাগাচ্ছে হিন্দোল
মাতভাষা তখন কোমল
দিচ্ছে পেতে কোল৷
জীবন এবং জীবিকাতে
হাত ধরে অক্ষর
সোজা হয়ে দাঁড় করালো,
বাড়লো মনের জোর৷
তাই যে সবার মাতৃৃৃভাষা
সমান মধুঝরা,
হোক শিশুদের ঠোঁটে ঠোঁটে —
হোক সে ভাষায় গড়া
রূপকথা আর ঘুমপাড়ানী,
বুনুক জীবনকাব্য,
সব ভাষা হোক স্রোতস্বিনী,
সব ভাষা হোক শ্রাব্য৷
0 মন্তব্যসমূহ