এ তোমার মৃত সন্তান
পলাশ পোড়েল

স্বপ্ন খোঁজার দিন শেষ     গনগনে রক্তক্ষরণ
এত কালো রাত 
কোলে করে তুমি এখনো বসে     নিশিদিন
হয়তো বা ভাবছো
এ তোমার মৃত সন্তান       যুদ্ধে নিহত সন্তান
তোমার আমার বিফলতা
রক্তের মত থকথকে     জমে থাকা অভিমান ।
জানি না জেগে থাকে কিনা
ধুলোমাখা হাতে হাত         যেন চিলতে বুক 
একা শব্দহীন নুন ভাতের লড়াই
কৃপণ পৃথিবী     মৃত্যুর ঘরে মহামারীর অসুখ ।
তোকে বড় পেতে ইচ্ছে করে
তুই তোরা ফিরে আয়      এই নতুন দাওয়ায়
বিষাদে কাঁদে মুখ
কত ধূসর দুপুর কাটে      চাতক অপেক্ষায়।
টলটল করছে মায়ের চোখ
তোরা ফিরে আয়   ফিরে আয়   তোরা রোদ্দুর
আমাদের ভালোবাসায়
প্রতিবাদের ফসল বুনি   আশার আলো যতদূর।