।।।।।। বিবেক।।।।।।।
            সিদ্ধার্থ সিনহামহাপাত্র
*************************************

প্রথম যেদিন রক্ত হাতে রিক্ত চোখে ফিরেছিলে বাড়ী,
তোমার আমার মধ্যস্থিত মোমাবাতি টাও কেঁপে উঠেছিল।
আমার প্রশ্নবাণে বিদ্ধ তুমি, অবাক দৃষ্টিতে চেয়েছিলে আমার তরে।
তারপর রক্তমাখা হাতে কয়েক মাসের সাচ্ছল্য কে ছুঁড়ে ফেলেছ বিছানার ওপর।
অন্ধকারের আলিঙ্গনে তুমি আলো কিনেছ পারিবারিক সন্ধ্যায়।
প্রতিদিনের  রক্তপাত তোমায় দিয়েছে আর্থিক খ্যাতির সম্ভার।
তুমি এড়িয়ে গিয়েছ আমায়, মুখোমুখির ভয়ে তোমার
প্রতিদিনের মদ্যপান আর স্লিপিং পিলের রাত

কেটে গেছে অনেক বছর।
সমাজের ধিক্কার মিশ্রিত ভয়ে তুমি
গড়ে তুলেছ আপন সাম্রাজ্য।
আমাকে হত্যার শত প্রচেষ্টায় ব্যার্থ তুমি
পাগলের মত ছুটে গেছ সাময়িক আশ্রয়ে।
তারপর একদিন কান্ত অবসন্ন শীর্ণকায় তুমি
ফিরেছ আমার শান্ত শীতল ছায়ায়।
করুণ চোখে আমার দিকে চেয়ে থাকা তুমিতে
আমি দেখেছি প্রথম হত্যার অনিবার্য আফশোষ।
ধর্মের কল বাতাসে নড়ে কিনা জানিনা,তবে
কর্মের কীটের মত আমি তোমার প্রতি মুহুর্তে
তোমায় খেয়েছি কুরে কুরে।
আমার দংশনে কেঁপে উঠেছে তোমার অন্তস্থ আত্মাটাও।
তোমার মধ্যস্থ আমি তোমার পতনে প্রতীকি স্থাপন করেছি সমাজকায়ায়।
তোমার যন্ত্রণার প্রতিটা আগুনে ঝলসেছি আমিও,
তবুও এটা যে ছিল তোমার আমার শেষ পরিণতি।