মাফ কইরে দাও
--------------- সবিতা বিশ্বাস
ই টো কিমন পরব গো বাবু
শাল শিমুলের ফুল নাই
লতুন গুড়ের পিঠা নাই
তোব্যে ই টো কিসের পরব বটে
হামার ই টুটা দেয়ালটোতে
চুন লাগাইছো, ফুল ফুটাইছো
হামার কান্ধে তুমার হাত রাইখছো
তুমাদের মতলব টো কি বলতো!
দুই হাত জোড় কইরে বুলছো
কুছু না, টুকচু ভালবাসা চাই
ভালো কথা বুলেছো গো শহরের বাবু
হামরা ভালবাসা কুথাকে পাবো ?
হামাদের পেটে ভাত নাই
চুলে তেল নাই,পরণে কাপড় নাই
হামাদের টুটা ফুটা ঘরে উ দামী জিনিসটো
কুথা থিকে আসবেক গো পরব বাবু
আমাদিগে মাফ কইরে দাও
উ জিনিসটো দিতে লাইরবো |
0 মন্তব্যসমূহ