আকাশের কথা
               ----------------------
               শঙ্কর কুমার চক্রবর্ত্তী


আকাশ বললো ,নীল হয়েছি
শঙ্কর কুমার চক্রবর্ত্তী

দেখবে এসো ছুটে ,
রাত নামলেই আমার বুকে
তারা'রা উঠবে ফুটে ।

মেঘেরা গিয়েছে পাহাড় চূড়োয়
সেখানে এখন বৃষ্টি ,
এখানে কেমন ঝলমলে রোদ
সকাল'টা বড় মিষ্টি ।
এসো না সবাই দেখে যাও রূপ
পড়েছি নীলের শাড়ি ,
রাতের পরী'রা গিয়েছে চলে
মেঘের সাথে বাড়ি ।
ফুলকে বলেছি ফুটে ওঠো আজ
ভোরবেলাতে সাজো ,
লজ্জাপতি মুখ ঢেকেছে
লজ্জা ও'র আজও ।
আমার এখন ছুটির সময়
সবাই এসো কাছে ,
আকাশে ছড়িয়ে নীল দিয়েছি
সন্ধ্যা বেলার সাজে !!