আমি বোকা
                    দেবাশীষ ঘোষ
        জানি,আমি বোকা
      
একা ঘরের কোণে,ফাঁকা মাঠে,
      
ব্যস্ত ফুটপাতে,অচেনা অন্ধকারে।
      
অকারণে হাসি হা..হা,
      
ভেংচি কাটি ছায়া ঘুমে
      
চিমটি কেটে নিজেই ..
       
জানি না ধর্ষণের স্বাদ,
       
নীলতিমির মরণ খেলা,
       
নিকোটিনের অপ্রিয় ছোঁয়া।
       
নিশিরাতে অর্থের তছরুপি,
       
মায়াখেলা স্বজন ছায়ায়,
       
বিবেকী দংশনের সুপ্রয়োগ।
       
রক্ত হোলির আনন্দ,                   
       
ধর্মের বুজরুপির ভয়ঙ্কর প্রথা।
       
আমি বোকা..
       
মায়ের কোল ঘেঁষে,
        
নীল যমুনায় ডুব পেড়ে
       
সাদা চাঁদে জীবন বিলায়।