অামার অামি
কল্যাণ মণ্ডল.
তোমার অাকাশের চাঁদ নাইবা হলাম, সাঁঝের প্রদীপ
হিসাবে জ্বালিয়ে রেখো অামাকে ৷
দামি কৃত্রিম সুগন্ধি নাইবা হলাম ,
ধুপ হয়ে পোড়াবো নিজেকে ৷
চোখে চোখে কথা নাইবা হলো,
মনে মনে কথা বলো অামার সাথে ৷
বাগানের ফুল নাইবা হলাম ,
গানের সুরছন্দে রেখো অামাকে ৷
বৃষ্টিধারা নাইবা হলাম তোমার অাকাশে,
মাড়িয়ে যেও শিশিরবিন্দু রিক্ত পায়ে৷
0 মন্তব্যসমূহ