অন্ধকার
         
শান্তনু পাত্র
অন্ধকার মাপতে গিয়ে
কতবার নিজেকে হারিয়েছি
নিশ্বাসে খুঁজেছি আবারও
কিছুটা ভুল সময়ে
           
পোড়া প্রেম
মস্তিষ্কের অপব্যবহারে
আবেগ ভরা কবিতা
           
সব বেকার,
         
সব বেকার।
অন্ধকার মাপতে গিয়ে
       
তোকেও হারিয়েছি।