হাঁড়ি ভাঙার হাল--শম্ভুনাথ মন্ডল
------+++-+-+-+-++++++++++(
ঢাকের দায়ে মনসা বিকিয়ে
হাটে ভাঙলে হাঁড়ি-
ছাতি ফুলিয়েও হাতি হারে
কমে মাতব্বের মাতব্বরি
পিঁপড়ের পেট টিপেও ফিরে
পাওয়া যায় না গুড়
সকাল সাঁঝে হাঁসির হাটে
বাজে বিষাদের সুর
মাথার ঘাম পায়ে ফেলেও
সচল হয় না চাকা
ভাঙলে  হাঁড়ি  হাটের মাঝে যে
দশ দিক হয় ফাঁকা