ঐ গায়েরই/ তুহিন কুমার চন্দ। 

চৌকো নদীর একটি ধারে
নৌকো বাঁধার ঘাটে,
শীত গ্রীষ্ম সকাল দুপুর 
সারাটাদিন কাটে।

সেবার ছিল বন্যা ভীষন 
জল থৈ থৈ নদী, 
জলের তোড়ে ঘর ভেসে যায়
কান্না নিরবধি।

গাছের ডালে ঝিমিয়ে আছে 
গাঙ শালিখের ঝাঁক,
সিরিশ গাছের সিক্ত শরীর 
শিখর ছুঁয়ে থাক।

দূরের আকাশ বাতাস নিয়ে 
বনের আঙ্গিনায়,
দূর্গাটুনি লাউয়ের মাচায় 
ব্যস্ত চোখে চায়।

চৌকো নদীর ঐ পাড়েতে
ঝাউবাগানের পর,
শিশির ভেজা ঘাসের ডগায়
সুখের আছে ঘর।

মাটির দেয়াল ছণের ঘরে 
জ্যোৎস্না আসে রোজ,
ঐ গাঁয়েরই মানুষজনের 
কে রাখে আজ খোঁজ।