হারিয়ে খুঁজি
সুপ্রকাশ আচার্য
হারিয়ে গেছে বসতবাটি, আকাশ ছোঁয়ার আশায়,
অনেক কথা উঠছে ফুটে, ভাঙা থামের ভাষায়,
হারিয়ে গেছে খেলার পুতুল,দিদির কাঁচের চুড়ি
হারিয়ে গেছে মাঞ্জা সুতো,আমার লাটাই ঘুড়ি,
লেপ্তি লাটিম কাঁচের গুলি, ফাটা রাবার বল,
খুঁজতে গিয়ে খুঁজে পেলাম, জং ধরা অর্গল।
পুব জানালা,আঁকার খাতা, ভাঙা রঙের তুলি
কোন আঁধারে হারিয়ে গেল, ঠাকুর মার ঝুলি।
হলুদ চিঠির আখর গুলো যায়না এখন পড়া
দাদুর লাঠি চশমাটা নেই, নেই ঠাকুমার ঘড়া,।
বিয়ের আগে গান শেখা চাই শ্যামলা আমার দিদি,
সা_রে_গা_মা হারমোনিয়াম খুঁজে পেতাম যদি।
কাঙাল সুরে ডাকছি যখন"শৈশব ফিরে আয়",
প্রতিধ্বনি আছড়ে পড়ে সাঁঝ পাহাড়ের গায়।
সুপ্রকাশ আচার্য
হারিয়ে গেছে বসতবাটি, আকাশ ছোঁয়ার আশায়,
অনেক কথা উঠছে ফুটে, ভাঙা থামের ভাষায়,
হারিয়ে গেছে খেলার পুতুল,দিদির কাঁচের চুড়ি
হারিয়ে গেছে মাঞ্জা সুতো,আমার লাটাই ঘুড়ি,
লেপ্তি লাটিম কাঁচের গুলি, ফাটা রাবার বল,
খুঁজতে গিয়ে খুঁজে পেলাম, জং ধরা অর্গল।
পুব জানালা,আঁকার খাতা, ভাঙা রঙের তুলি
কোন আঁধারে হারিয়ে গেল, ঠাকুর মার ঝুলি।
হলুদ চিঠির আখর গুলো যায়না এখন পড়া
দাদুর লাঠি চশমাটা নেই, নেই ঠাকুমার ঘড়া,।
বিয়ের আগে গান শেখা চাই শ্যামলা আমার দিদি,
সা_রে_গা_মা হারমোনিয়াম খুঁজে পেতাম যদি।
কাঙাল সুরে ডাকছি যখন"শৈশব ফিরে আয়",
প্রতিধ্বনি আছড়ে পড়ে সাঁঝ পাহাড়ের গায়।
0 মন্তব্যসমূহ