বখাটে মেয়ে
মৌসুমী ভৌমিক
***************
সেই যে মেয়ে, পূর্ব পাড়ার
ক্ষয়াটে গড়ন, রঙ তামাটে
চালচুলো সব ছেলে ছেলে
নাম পড়েছে তাই 'বখাটে'।
আমগুলো সব লুকিয়ে পড়ে
পেয়ারাগুলোও ভয়ে মরে
গাছগুলো সব ভয়ে থাকে
এই বুঝি আবার উঠে পড়ে !
বাড়ির যত গরু বাছুর
সঙ্গী পেয়ে বেজায় খুশি
বখাটে মেয়ে মোষের পিঠে
বসে বসে দেয় যে হাসি।
রকমসকম দেখে তার
মেয়েরা সব দূরেই থাকে
বন্ধুত্বটা হয় না আর
তার পেছনে মুখটা বেঁকে ।
কোনো ছেলে বললে কথা
'বখাটে' ভাবে 'বেশ্য ছেলে'
'মেয়ে দেখেই সে বলেছে কথা'
এই ভাবনাই ভেবে চলে।
কে আর যেচে চিমটি খাবে
ছেলেরাও দূরে চলতে থাকে
বখাটে মেয়েও একলা বড্ড
দুঃখগুলোও একলাই ঢাকে।
0 মন্তব্যসমূহ