ভালোবাসা নামে
একটা নদী বাসা বানালো
ছোট্ট একটা গ্রামে
যেখানে সকাল হলেই রোজ
হলুদ আলো নামে।
বাসার ভিতর থাকে নদীর
শীতল ঢেউয়ের স্নান,
হলুদ রোদের সঙ্গে মিলে
রান্না করে গান।
বাসার গায়ে ছড়িয়ে রাখে
গানের অবশেষ,
কাক কোকিলে ছড়িয়ে পড়ে
গ্রাম ছাড়িয়ে দেশ।
সে দেশ আছে শরীর জুড়ে
গ্রামটা বুকের বামে,
সেই নদীটাই তোমার আছে
ভালোবাসা নামে।
0 মন্তব্যসমূহ